Posts

Showing posts with the label ঝটিকা সফরে ঝাড়্গ্রাম- বেলপাহাড়ি- কাঁকড়াঝোর পর্ব ২// সুমেধা চট্টোপাধ্যায়

ঝটিকা সফরে ঝাড়্গ্রাম- বেলপাহাড়ি- কাঁকড়াঝোর পর্ব ২// সুমেধা চট্টোপাধ্যায়

Image
ঝটিকা সফরে ঝাড়্গ্রাম- বেলপাহাড়ি- কাঁকড়াঝোর পর্ব ২ @ সুমেধা চট্টোপাধ্যায় পথ হারানো, সারমেয় কান্ড ও উদ্ধার গুপ্তমণি জিপিএস এ সার্চ সিয়ে সিদ্ধার্থ তো এগোল। বাঁ দিকে দেখলাম একটা বাসস্টপ পার হল, গুপ্তমণি লেখা। সেটি পেরিয়ে বেশ খানিক দূর গিয়ে দেখি গাড়ি দাঁড়িয়ে পড়ল। জিপিএস ইউ টার্ন দেখাচ্ছে। বুঝলাম যে মন্দিরটি রাস্তার ওপারে। এবং ইউ টার্ন নিলেও বেশ খানিকটা পিছনে আসতে হবে। তাই ঝটিকা সিদ্ধান্ত হল যে আমরা মন্দিরটি ফেরার দিন দেখব। অতঃকিম পরের গন্তব্য কৃষ গার্ডেন। গুপ্তমণির ইতিহাস বৃত্তান্তটিও তোলা রইল। ফেরার দিন ই সবিস্তারে বলব।  গড় শালবনী, লোধাশুলির জঙ্গুলে এবং নয়নজুড়ানো সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে আমরা ঝাড়্গ্রামে প্রবেশ করলাম। পুরো রাস্তাটিই দারুণ সুন্দর। মা বাড়ি থেকে ফোনে জানাল যে প্রবল বৃষ্টিতে কলকাতা ভেসে যাচ্ছে। কিন্তু আমরা শরতের কাশফুল ও সোনা রোদ মেখেই ঢুকে পড়লাম ঝাড়্গ্রামে।  হঠাৎ দেখি সিদ্ধার্থ মূল পিচ রাস্তা ছেড়ে একটি মোরামের লাল মাটির রাস্তায় ঢুকলো। জনমানব হীন। কিছু দূর যাওয়ার পর চোখে পড়ল বাঁ দিকে কয়েক জন লোক বসে আছেন। এবং অবাক হয়ে আমাদের দেখলেন। তাদের ছাড়িয়ে জিপিএস এর মহিলাকণ্ঠে আ...